বন্দরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাকচাপায় ফজলে রাব্বি (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলার নবীগঞ্জ কদমরসুল পূর্বপাড়া এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্কুলছাত্র ফজলে রাব্বি পূর্বপাড়া এলাকার কদমরসুল কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। সে একই এলাকার মাসুদুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরীক্ষা দিয়ে এসে বাড়ির সামনের সড়কে খেলছিল ফজলে রাব্বি। এ সময় সিমেন্টবাহী একটি ট্রাক ঘোরানোর জন্য পেছনের দিকে চালিয়ে শিশুটিকে চাপা দেয়। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে দেন এবং ট্রাকটি ভাঙচুর করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি। তবে চালকের সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।