এক দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নামল

এডিস মশা। ফাইল ছবি
এডিস মশা। ফাইল ছবি

নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৬০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন এবং ঢাকার বাইরে ৪১১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের।

চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা হাজার ছাড়ায়। একপর্যায়ে তা প্রায় আড়াই হাজারে পৌঁছায়। একক মাসেরও বেশি সময় পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা এক হাজারের নিচে নামল। গতকাল ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল এক হাজার ২৫ জন।

আজ চট্টগ্রাম ও খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি হিসাবে এখন পর্যন্ত ৫২ জন মারা গেছেন বলে জানানো হয়েছে।

সরকারি হিসাবে, চলতি বছরের জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ২৫৩ জনে। আর আগস্ট মাসে ভর্তি হয় ৫১ হাজার ৭৩৪ জনে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭০ হাজারের বেশি রোগীর মধ্যে ইতিমধ্যে ৯৩ শতাংশ রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এখন সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী।