চাঁদপুরে ৬০টি সিসি ক্যামেরা বসাল পুলিশ

ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ ও অপরাধের কোনো ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে চাঁদপুর জেলা পুলিশ শহরের নতুনবাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করেছে। ওই এলাকার ২৬টি স্পটে মোট ৬০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।

আজ শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির।

জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসপি জিহাদুল বলেন, সিসি ক্যামেরাগুলোর জন্য দুটি নিয়ন্ত্রণ কক্ষ আছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে ক্যামেরাগুলোর মাধ্যমে সবকিছু মনিটরিং করা হ‌বে। একটি নিয়ন্ত্রণ কক্ষ পুলিশ সুপার কার্যালয়ে এবং পৌরসভায় আরেকটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে শহরের পুরান বাজার ও বাবুরহাট এলাকাও সিসি ক্যামেরার আওতায় আনা হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর র‌শিদ, জেলা ডি‌বির ওসি নূর হো‌সেন মামুন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর প্রমুখ।