এরশাদের আসনে আ.লীগকে প্রার্থী না দেওয়ার অনুরোধ জাপার

মসিউর রহমান রাঙ্গা
মসিউর রহমান রাঙ্গা

রংপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগকে কোনো প্রার্থী না দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হয় এ আসন।

আজ শনিবার দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অনুরোধ জানান রাঙ্গা। তিনি নগরের দর্শনা এলাকায় পল্লি নিবাস বাসভবনে এরশাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘এ আসনের উপনির্বাচনে জোটগতভাবে নির্বাচন করার দাবি আমাদের। এ আসনে যাতে আওয়ামী লীগ কোনো প্রার্থী না দেয়, সে জন্য অনুরোধ রইল।’
জাপা মহাসচিব বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও অন্য দলের সঙ্গে মহাজোটগতভাবে অংশ নিয়েছি আমরা। এখন না হয় আমরা বিরোধী দলে আছি। নির্বাচন তো একসঙ্গেই করেছি। সে কারণে জাতীয় পার্টি মনে করে, এরশাদের প্রতি সম্মান প্রদর্শন করে রংপুর সদর আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেবে না।’

বিষয়টি জানি না: খালিদ মাহমুদ চৌধুরী
জাতীয় পার্টির এ অনুরোধের বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি কয়েক দিন দেশে ছিলাম না। আজ ভোরে এসেছি। এ অনুরোধের বিষয়ে তাই জানি না। ’