মৌলভীবাজার সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নজরদারি বাড়িয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চূড়ান্ত নাগরিক নিবন্ধন তালিকা (এনআরসি) গতকাল শনিবার প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার মানুষ। বিশৃঙ্খলার আশঙ্কায় আসামজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ভারতে বাদ পড়া নাগরিকেরা যাতে ভারতের সীমানা অতিক্রম করে বাংলাদেশ অংশে প্রবেশ করতে না পারে, সেদিকে নজর রাখছে বিজিবি।

শ্রীমঙ্গলে বিজিবি ৪৬ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ভারতের আসামে এনআরসি প্রকাশের পর ১৯ লাখের বেশি মানুষ তালিকা থেকে বাদ পড়েছে। এতে বাদ পড়া নাগরিকেরা বিশৃঙ্খলা করতে পারে। মৌলভীবাজারের সঙ্গে আসামের কোনো সীমান্ত না থাকলেও যারা বাদ পড়েছেন তারা যাতে এ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে দিকে বিজিবি নজরদারি করছে।

শ্রীমঙ্গলে বিজিবি ৪৬ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরিফুল হক বলেন, মৌলভীবাজারের সঙ্গে ভারতের আসাম রাজ্যের কোনো সীমান্ত নেই। তারপরও বিজিবি বাড়তি নজরদারি করছে।