রাজবাড়ীতে রেললাইন থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলায় রেললাইন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার খানখানাপুর রেলস্টেশন এলাকার রেললাইন থেকে আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল পৌনে আটটায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশে ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। আজ সকালে ট্রেনটি খানখানাপুর রেলস্টেশন অতিক্রম করার পর প্রায় ৩০০ গজ দূরে রেললাইনের ওপর একটি শিশুর মরদেহ পাওয়া যায়। মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে রেলওয়ে থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রাজবাড়ী রেলওয়ে থানায় উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, শিশুটির মা ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথেই তাঁর গর্ভপাত হয় বা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়। রেললাইনের বেশ কিছু দূর পর্যন্ত রক্তের ফোঁটা ফোঁটা দাগ পাওয়া গেছে। রোববার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশটি রাজবাড়ী জেলা আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে।