রুকাইয়ার আত্মহত্যা: তামিমের ৭ দিনের রিমান্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় স্কুলছাত্রী রুকাইয়া আক্তারকে (১৫) আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি তামিম খানের (১৮) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আজ রোববার দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পুলিশ আদালতে তামিম খানকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে বিচারক মেহেদী হাসান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পিরোজপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, রুকাইয়ার ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাইউম। তিনি আসামি তামিম খানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন।

পিপি খান মো. আলাউদ্দিন আরও বলেন, তামিম খান আদালতকে বলেছেন, রুকাইয়া আক্তারের আপত্তিকর ছবি তাঁরই কয়েক বন্ধু মুঠোফোনে ছড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় হুমকিতে রুকাইয়া আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী শুক্রবার রাতে আত্মহত্যা করে বলে অভিযোগ ওঠে। রুকাইয়া স্থানীয় ভান্ডারিয়া সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করত। এ ঘটনায় রুকাইয়ার বাবা বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলার প্রধান আসামি তামিম খান।