অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড

আদালত
আদালত

পিরোজপুরের সদর উপজেলায় অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক আজ সোমবার বিকেলে এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম আশরাফ আলী শেখ (৫৫)। তিনি উপজেলার জুজখোলা গ্রামের বাসিন্দা।

মামলার সরকারি আইনজীবী জহুরুল ইসলাম বলেন, ২০১৭ সালের ২৯ মে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আসামি আশরাফ আলী শেখ পলাতক। তাই তাঁর অনুপস্থিতিতেই আদালত রায় দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ডাকাতি মামলায় কারাগারে থাকাকালীন জিজ্ঞাসাবাদের জন্য আশরাফ আলী শেখকে পুলিশ রিমান্ডে নেয়। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর ভোরে পুলিশ আশরাফ আলী শেখের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার একটি কলেজের পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা একটি শাটারগান ও পাঁচটি গুলি উদ্ধার করে। এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদল কৃষ্ণ বাদী হয়ে আশরাফ আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। ওই বছরের ৩০ অক্টোবর পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার নয়জনের সাক্ষ্য নেওয়া হয়।