সিলেটে এল সাত মায়াবী চিত্রা হরিণ

>সিলেটের টিলাগড় এলাকার বন্য প্রাণী সংরক্ষণকেন্দ্রে (চিড়িয়াখানা) আনা হয়েছে আরও সাতটি চিত্রা হরিণ। দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান থেকে হরিণগুলো সিলেটে আনা হয়। কাঠের তৈরি খাঁচায় করে হরিণগুলো সংরক্ষণকেন্দ্রে আনা হয়। পরে হরিণগুলো সংরক্ষণকেন্দ্রে ছেড়ে দেওয়া হয়। এ সময় দর্শনার্থীরা চিত্রা হরিণগুলো দেখতে সংরক্ষণকেন্দ্রে ভিড় করেন। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সুন্দরবন ও উপকূলীয় এলাকায় চিত্রা হরিণে বিচরণ রয়েছে।
বন্য প্রাণী সংরক্ষণকেন্দ্রে আনা হয়েছে সাতটি চিত্রা হরিণ
বন্য প্রাণী সংরক্ষণকেন্দ্রে আনা হয়েছে সাতটি চিত্রা হরিণ
কাঠের খাঁচায় করে হরিণগুলো আনা হয়
কাঠের খাঁচায় করে হরিণগুলো আনা হয়
দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান থেকে হরিণগুলো আনা হয়
দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যান থেকে হরিণগুলো আনা হয়
খাঁচার ভেতরে একটি হরিণ
খাঁচার ভেতরে একটি হরিণ
পরে হরিণগুলো সংরক্ষণকেন্দ্রে ছেড়ে দেওয়া হয়
পরে হরিণগুলো সংরক্ষণকেন্দ্রে ছেড়ে দেওয়া হয়
নতুন পরিবেশে হরিণের মানিয়ে নেওয়ার চেষ্টা
নতুন পরিবেশে হরিণের মানিয়ে নেওয়ার চেষ্টা
মায়াবী চোখে তাকিয়ে এক চিত্রা হরিণ
মায়াবী চোখে তাকিয়ে এক চিত্রা হরিণ
নতুন পরিবেশে চিত্রা হরিণ
নতুন পরিবেশে চিত্রা হরিণ