তুলে নেওয়ার হুমকি, ভয়ে স্কুলে যাচ্ছে না ছাত্রী

পঞ্চগড় সদর উপজেলায় অচেনা নম্বর থেকে মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ জন্য ভয়ে ওই ছাত্রী ১৪ দিন ধরে বিদ্যালয়ে যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন গতকাল সোমবার পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই ছাত্রী সদর উপজেলার চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের স্কুলে প্রতিদিন সে হেঁটে যাতায়াত করে। প্রায় এক মাস আগে ওই ছাত্রীর বড় বোনের মুঠোফোনে একটি অচেনা নম্বর থেকে খুদে বার্তা আসে। সেখানে ওই স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি দেওয়াসহ নানা রকম অশ্লীল কথাবার্তা লেখা ছিল। এরপর ওই ছাত্রীর বড় বোন নম্বরটিতে কল দিলে অপর প্রান্ত থেকে একটি পুরুষ কণ্ঠে ছোট বোনকে তুলে নেওয়ার হুমকি দিতে থাকে। এরপর থেকে প্রায় সময়ই এভাবে হুমকি দেওয়ার কারণে ঈদুল আজহার ছুটি শেষ হওয়ার পরও ১৪ দিন ধরে ওই ছাত্রী ভয়ে স্কুলে যাচ্ছে না।

ছাত্রীর বড় বোন বলেন, ‘অচেনা নম্বর থেকে দিনের পর দিন এসএমএস দিয়ে এক ব্যক্তি আমার ছোট বোনকে তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। একদিন আমি ফোন দিয়ে কথা বলেছি। সে আমার সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলছে। কণ্ঠটাও অপরিচিত মনে হচ্ছে। ওই ব্যক্তি বেশির ভাগ সময় এসএমএসে হুমকি দেয়। পরে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে রাখে। আতঙ্কে আমার বোন স্কুলে যেতে পারছে না।’

এ বিষয়ে চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাফ হোসেন বুলবুল বলেন, ‘ঈদের ছুটি শেষ হলেও ওই ছাত্রী এখন পর্যন্ত স্কুলে আসেনি। তবে কেন আসেনি বা কোনো সমস্যা হয়েছে কি না, এ ধরনের কোনো অভিযোগ তার পরিবারের পক্ষ থেকে আমরা পাইনি।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ বলেন, ‘স্কুলছাত্রীর বড় বোন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা তাঁর দেওয়া ফোন নম্বরটির বিস্তারিত বের করার চেষ্টা করছি। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’