শিশুকে ধর্ষণের দায়ে ব্যক্তির যাবজ্জীবন

আইন ও বিচার
আইন ও বিচার

সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস ছালাম খান এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম তমিজ আলী ব্যাপারী (৩১)। তিনি ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে পুলিশ তাঁকে কারাগারে পাঠিয়েছে।

মামলার বাদী ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, ‘এ রায়ে তাঁরা সন্তুষ্ট। আসামিরা উচ্চ আদালতে গেলে সেখানেও যেন এ রায় বহাল থাকে সেটাই আশা করছি।’

আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ কামরুল হাসান বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমার মক্কেল ষড়যন্ত্রের শিকার। আমরা উচ্চ আদালতে আপিল করব।’

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ১৩ অক্টোবর বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ করেন তমিজ আলী ব্যাপারী। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়।