'স্নিগ্ধ'কে ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে

নবজাতক ।  প্রতীকী ছবি
নবজাতক । প্রতীকী ছবি

কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিঁড়ি থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতকটিকে আদালতের নির্দেশে ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ওই নবজাতককে ছোটমণি নিবাসে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়িতে গত ২৫ আগস্ট ওই নবজাতককে কুড়িয়ে পেয়েছিলেন আনোয়ারা নামের এক নারী। এরপর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নবজাতকের নাম রেখেছিলেন ‘স্নিগ্ধ’। তাকে ছোটমণি নিবাসে দেওয়ার সময় জেলা সমাজসেবা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি পেয়ে নবজাতকটির বিষয়ে সিদ্ধান্ত নিতে তাঁরা গতকাল মঙ্গলবার আদালতের কাছে আবেদন করেছিলেন। কিশোরগঞ্জের ১ নম্বর আমলি জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রফিকুল বারী নবজাতকটিকে ছোটমণি নিবাসে পাঠানোর নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী আজ নবজাতকটিকে রাজধানীর আজিমপুরের ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। যাঁরা দত্তক নিতে আগ্রহী, তাঁদের সেখানে যোগাযোগ করতে হবে।