মাদারীপুরে বাসের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

নিহত কলেজছাত্র রাকিব হোসেন। ছবি: সংগৃহীত
নিহত কলেজছাত্র রাকিব হোসেন। ছবি: সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধী বাবাকে কর্মস্থলে দিতে গিয়েছিল রাকিব হোসেন (১৭)। বাবাকে নামিয়ে ফেরার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। মাদারীপুরের শিবচর উপজেলায় আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব উপজেলার ঠেঙ্গামারা এলাকার টিপু শিকদারের ছেলে। উপজেলার সরকারি বরহমাগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে।

পুলিশ ও নিহত তরুণের পরিবার সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে বাবাকে উপজেলার কাঁঠালবাড়ি উচ্চবিদ্যালয়ে পৌঁছে দিতে যায় রাকিব। তার বাবা ওই স্কুলের সহকারী শিক্ষক। বাবাকে স্কুলে নামিয়ে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের কাঁঠালবাড়ি ঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘কাঁঠালবাড়ি থেকে মাদারীপুরগামী একটি লোকাল বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রাকিব রাস্তায় পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। দুর্ঘটনার পরে স্থানীয় লোকজন বাসচালককে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে চালককে আমাদের হাতে সোপর্দ করেন তাঁরা। বাসটিও জব্দ করা হয়েছে।’