আকাশে শরতের সাজ

>এখন শরৎকাল। শরৎ মানেই নীল আকাশে শুভ্র মেঘের ভেলা। শরৎ মানে আকাশের গায়ে যেন মেঘ–তুলোর ওড়াউড়ি! কখনো সাদা, কখনো কালচে রূপ ধারণ করে শরতের আকাশে ভাসা–ভাসা মেঘের দল। ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ। নীল আকাশে সুতো-নাটাইহীন সাদা ঘুড়ির মতো দিনভর উড়ে বেড়ায় মেঘের দল। গোধূলিলগ্নে সোনারঙে রঙিন হয়ে ওঠে আকাশ।
নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ।
নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ।
শরতের সৌন্দর্যে সেজেছে সুরমা নদী।
শরতের সৌন্দর্যে সেজেছে সুরমা নদী।
শরতের নীল আকাশে খুনসুটিতে মেতেছে দুই চিল।
শরতের নীল আকাশে খুনসুটিতে মেতেছে দুই চিল।
মুক্ত আকাশে একলা চিলের ওড়াউড়ি।
মুক্ত আকাশে একলা চিলের ওড়াউড়ি।
আকাশে মেঘের ভেলা।
আকাশে মেঘের ভেলা।
গোধূলির রঙে রাঙানো আকাশ।
গোধূলির রঙে রাঙানো আকাশ।
সোনারঙে রাঙানো আকাশ।
সোনারঙে রাঙানো আকাশ।
গোধূলিলগ্নে অনেকেই সেলফি তোলেন।
গোধূলিলগ্নে অনেকেই সেলফি তোলেন।