রাজধানীতে বিজ্ঞান ও রোবটের উৎসব

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আজ শুক্রবার সকালে শুরু হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের আয়োজন। ছবি: প্রথম আলো
রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আজ শুক্রবার সকালে শুরু হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের আয়োজন। ছবি: প্রথম আলো

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ছোটবেলা থেকে বিজ্ঞান ও রোবোটিকসে আগ্রহ এবং দক্ষতা প্রয়োজন। আজ শুক্রবার সকাল থেকে রাজধানীতে শুরু হওয়া বিজ্ঞান ও রোবট অলিম্পিয়াডে এ কথা বলেন অতিথিরা। সারা দেশে থেকে আসা আট শরও বেশি শিক্ষার্থীর উদ্দেশে দেওয়া বক্তব্যে খুদেদের বেশি বেশি বিজ্ঞান, কোডিং ও রোবোটিকসে যুক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।

শুক্রবার সকালে রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে শুরু হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের আয়োজন। সকাল নয়টায় অলিম্পিয়াডের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘দুই দশক ধরে আমাদের জ্ঞানভিত্তিক অলিম্পিয়াড শুরু। আর গণিত অলিম্পিয়াড শুরু ২০০৩ সালে। বিজ্ঞান অলিম্পিয়াডে প্রাক বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। কিন্তু বিজ্ঞানে এখনো স্বর্ণপদক আসেনি। এটি আমার কাছে একটি দুর্বলতা বলে মনে হয়। আমাদের দেশের বিদ্যালয়গুলোতে ল্যাব ফ্যাসিলিটি পর্যাপ্ত নয়। এটি আমাদের আইজেএসও–তে পিছিয়ে দিচ্ছে। আমাদের লক্ষ্য উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা। এরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’

এ সময় লিয়েফ তলস্তয়ের কথা উদ্ধৃত করে কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে তোমার সামনের মানুষটি, সব থেকে গুরুত্বপূর্ণ সময় এখন, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের সেবা করা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমাণু শক্তি কমিশনের সাবেক জ্যেষ্ঠ বিজ্ঞানী রেজাউর রহমান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদি।

সারা দেশে থেকে আসা খুদে বিজ্ঞানীরা এরপর অলিম্পিয়াডের চারটি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষা পর্বে অংশ নেয়। অলিম্পিয়াডে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। পরীক্ষা শেষে খুদে বিজ্ঞানীদের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক পর্ব। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আজ শুক্রবার সকালে শুরু হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের আয়োজন। ছবি: প্রথম আলো
রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আজ শুক্রবার সকালে শুরু হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের আয়োজন। ছবি: প্রথম আলো

উল্লেখ্য, এই পর্বের মাধ্যমে নির্বাচিত বাংলাদেশের ছয়জন শিক্ষার্থী ডিসেম্বরে কাতারে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেবে। যৌথভাবে এ আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। আয়োজনটির পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

দ্বিতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব
অন্যদিকে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো.আখতারুজ্জামান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই অলিম্পিয়াডের ধারাবাহিতায় থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠেয় ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে।

এ বছর ৫০টিরও বেশি স্কুলে স্কুল অ্যাকটিভেশনের মাধ্যমে চার হাজারের বেশি শিক্ষার্থীকে রোবট অলিম্পিয়াড সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এ বছর জাতীয় পর্বে ক্রিয়েটিভ ক্যাটাগরিতে ৭৫টি টিমে মোট ১৮৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এ ছাড়া রোবট ইন মুভি ক্যাটাগরিতে ৩৬টি টিমে ৬৬ জন, রোবোটিকস কুইজে ২০৭ জন, রোবট গ্যাদারিং-এ ৬৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আগামীকাল শনিবার বিকেল ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কৃত করবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সরকারের আইসিটি বিভাগ, বিকাশ ও রুপালী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াডের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

জুনিয়র সায়েন্স ও রোবট অলিম্পিয়াডের পার্টনার মাসিক ম্যাগাজিন ‘বিজ্ঞানচিন্তা’ ও ‘কিশোর আলো’।