কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু

পটুয়াখালীর বান্দ্রা নামক স্থানে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় শহীদ সিকদার (৪২) নামের এক অটোরিকশাচালক মারা গেছেন। আজ শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শহীদ সিকদারের বাড়ি আমতলী পৌর শহরের লঞ্চঘাট এলাকায়।

কলাপাড়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে সাকুরা পরিবহন। আর কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় মেঘনা পরিবহন। শহীদ সিকদার কলাপাড়া শহরে যাত্রী নামিয়ে দিয়ে আমতলী পৌর শহরের দিকে যাচ্ছিলেন। দুটি পরিবহনের মাঝখানে পড়ে শহীদ সিকদারের অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তাঁর হাত-পা এবং পাঁজরের দুই দিকের হাড় ভেঙে যায়। মাথা থেঁতলে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন শহীদ সিকদারকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ব্যাপারে কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ব্যক্তির আত্মীয়স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তরের চিন্তাভাবনা চলছে।