বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়টিটিকস ফোরামের বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক বছর পূর্তি অনুষ্ঠানে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়টিটিকস ফোরামের নেতৃবৃন্দ।
রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক বছর পূর্তি অনুষ্ঠানে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়টিটিকস ফোরামের নেতৃবৃন্দ।

বাংলাদেশে পুষ্টি সেবায় আন্তরিকতা ও দায়বদ্ধতার প্রত্যয় নিয়ে হয়ে গেল বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়টিটিকস ফোরামের এক বছর পূর্তি উৎসব।

গতকাল শুক্রবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়টিটিকস ফোরামের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সহযোগী সাধারণ সম্পাদক তামান্না চৌধুরী। সমিতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন সভাপতি জিএম কামরুল হাসান। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুষ্টি সম্পর্কিত কার্যক্রম বৃদ্ধির জন্য তিনি সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

ফোরামের ওয়েবসাইটের উদ্বোধন করেন ফোরামের সাধারণ সম্পাদক শামসুন নাহার। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সহযোগী সাধারণ সম্পাদক চৌধুরী তাসনিম হাসিন।

দেশের বিভিন্ন হাসপাতালের পুষ্টিবিদ, পুষ্টিসংক্রান্ত সেবায় নিয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।