মাদারীপুরে রোহিঙ্গা কিশোর আটক

আটক রোহিঙ্গা কিশোর মো. জয়নাল। ছবি: সংগৃহীত
আটক রোহিঙ্গা কিশোর মো. জয়নাল। ছবি: সংগৃহীত

মাদারীপুরে এক রোহিঙ্গা কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে শহরের শকুনি লেকপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ওই কিশোরের নাম মো. জয়নাল (১৬)। জয়নাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের পুলিশ সুপার কার্যালয়ের পেছনে শকুনি লেকপাড় এলাকায় একটি ছেলে হাঁটাহাঁটি করছিল। এ সময় তার চালফেরা সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। এরপর তার পরিচয় জানতে চাইলে প্রথমে পরিচয় গোপন করলেও পরে জানায়, সে কক্সবাজার থেকে গাড়িতে করে এখানে চলে এসেছে। সে কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্পে থাকত। তার বাবা অনেক আগেই মারা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল হান্নান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প থেকে অনেকেই বিভিন্ন জেলায় ছড়িয়ে–ছিটিয়ে আছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। মাদারীপুরে আটক কিশোরকে আদালতের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করেছি।’