'মানুষ ভোট দিতে পারে না, এমন নির্বাচন করতে দেওয়া হবে না'

শেরপুর শহরে জাসদের এক কর্মিসভায় বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। ছবি: প্রথম আলো
শেরপুর শহরে জাসদের এক কর্মিসভায় বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। ছবি: প্রথম আলো

‘আপনারা যদি মনে করেন, খুব সহজে নির্বাচন করে ক্ষমতায় এসে গেছি, এ ধরনের নির্বাচনই হতে থাকবে, তাহলে এটি হবে খুব ভুল কথা। এ ধরনের নির্বাচন আর করতে দেওয়া হবে না।’ 

ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের যে দর্শন ছিল, সেটি এখন হারিয়ে গেছে।

গতকাল রোববার রাতে শেরপুরে জাসদের এক কর্মিসভায় এসব কথা বলেন অধ্যাপক আনোয়ার। শেরপুর শহরের নিউমার্কেট এলাকার একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাসদ শেরপুর জেলা শাখা এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আয়োজক দলের সভাপতি মনিরুল ইসলাম লিটন।


আওয়ামী লীগকে উদ্দেশ্য আনোয়ার হোসেন বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল যখন তার দর্শন হারিয়ে ফেলে, আমাদের সংবিধানের আদর্শ থেকে সরে আসে, ক্ষমতায় গিয়ে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে লুটপাট আর সম্পদের ভাগাভাগি করে, তখন দেশের জন্য ভয়াবহ বিপদ।’


আনোয়ার হোসেন আরও বলেন, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, সে ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ আর চায় না। সে ধরনের নির্বাচন আর করতে দেওয়া হবে না। বাংলাদেশের নির্বাচনে জয়লাভ করতে হলে মানুষকে ভালোবাসতে হবে। মানুষের দুঃখ-কষ্টে তার সঙ্গে থাকতে হবে।

জাসদের নেতা আনোয়ার বলেন, ‘যখন প্রশাসন মনে করে রাজনৈতিক দলতো কিছু না, আমরাই তো সব কিছু করেছি—তাহলে সেটি আরও বড় ভয়াবহ বিপদ। সেই বিপদের দিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

আনোয়ার হোসেন আরও বলেন, বাংলাদেশের কৃষক রক্ত-ঘাম ঝরিয়ে ফসল, ধান উৎপাদন করেন। কিন্তু সেগুলোর ন্যায্যমূল্য পান না। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজনে উন্নত বিশ্বের মতো কৃষকদের ভর্তুকি দিতে হবে।

আনোয়ার হোসেন বলেন, ‘আমরা সামনের দিকে এগোচ্ছি। আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে হলে আমরা যে কথা বলছি, অর্থাৎ যারা লুটপাট, দুর্নীতিতে নিমজ্জিত, তাদেরকে রুখতে হবে। দুর্নীতি-বৈষম্যের অবসান করে দেশে সুশাসন কায়েম করতে হবে। তাহলেই এ দেশ হবে বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ।’

সভায় আরও বক্তব্য দেন জেলা জাসদের সহসভাপতি লাল মোহাম্মদ শাহজাহান ও যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ছামেদুল হক। সভায় জাসদের কর্মীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।