সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল সংসদে

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

মিষ্টিজাতীয় ফসলের গবেষণা অব্যাহত রাখতে ১৯৯৬ সালের ‘বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আইন’–এর বদলে নতুন আইন করতে একটি বিল সংসদে তোলা হয়েছে।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সোমবার ‘বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯’ সংসদে তোলেন। পরে বিলটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, চিনি, গুড়, সিরাপের পাশাপাশি মধু উৎপাদনের লক্ষ্যে ইনস্টিটিউট প্রযুক্তি উদ্ভাবন করবে। সুগারক্রপের সংজ্ঞা নির্ধারণ করে বলা হয়েছে, সুগারক্রপ অর্থ আখ, সুগারবিট, তাল, খেজুর, গোলপাতা, স্টেভিয়া ও অন্যান্য মিষ্টিজাতীয় ফসল বা বৃক্ষ।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, সময়ের পরিক্রমায় ইনস্টিটিউটের কাজের পরিধি বেড়েছে। তাই প্রতিষ্ঠানটির শিরোনাম পরিবর্তনসহ বিদ্যমান আইনটি অধিকতর সংশোধন ও হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।