মির্জা ফখরুলকে অনেকেই 'মিথ্যা ফখরুল' বলেন: তথ্যমন্ত্রী

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকা, ০৯ সেপ্টেম্বর। ছবি: বাসস
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকা, ০৯ সেপ্টেম্বর। ছবি: বাসস

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তাঁর ক্রমাগত মিথ্যাচারের কারণে তাঁকে অনেকেই “মিথ্যা ফখরুল” বলেন। তিনি এমন মিথ্যাচারের করেছেন যে কিনা নিজেই নিজের রেকর্ড ভঙ্গ করেছেন।’

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ সোমবার এক আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তাঁর স্ত্রী খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের কেবল আশ্রয়ই দেননি, তাঁরা খুনিদের রাজনৈতিকভাবে পুনর্বাসিতও করেছেন।’

‘বিএনপির রাজনীতিই মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ১৯৮২ সালে ক্ষমতাসীন এরশাদ সাহেবের কাছ থেকে দুটি বাড়ি ও ১০ লাখ টাকা নিয়েছেন। খালেদা জিয়া যদি এরশাদের অবৈধ ক্ষমতা দখলের বিরোধিতাই করতেন, তবে কেন তিনি এরশাদের কাছ থেকে দুটি বাড়ি এবং অর্থ নিয়েছিলেন?’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে তিক্ত সত্য বলেছেন। এই সত্য বিএনপি নেতাকে আহত করেছে।

রংপুর উপনির্বাচনে বিএনপির মনোনয়নের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রংপুরের উপনির্বাচনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী পরিবারের লোককে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় কারও অবাক হওয়ার কিছু নেই।

সভায় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের সকল শোষিতের পক্ষে ছিলেন। তাঁর শোষণহীন বিশ্ব গড়ে তোলার স্বপ্নকে সবার মাঝে ছড়িয়ে দিতে ঢাকাসহ বিশ্বের প্রধান আটটি শহরে বঙ্গবন্ধুকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে।’

এর আগে মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া, প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটির সভায় তথ্যমন্ত্রী বক্তৃতা করেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। তথ্যসচিব আবদুল মালেক সভা পরিচালনা করেন।