খালেদাকে বাড়ি দেওয়ার সময় খুব ভালো ছিলেন এরশাদ: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে গুলশান এলাকায় বাড়ি দেওয়ার সময় বিএনপির কাছে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ খুব ভালো লোক ছিলেন। আজ মঙ্গলবার সকালে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এরশাদকে নিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এরশাদ খালেদা জিয়াকে গুলশানের একটি বাড়ি আর ক্যান্টনমেন্টের ভেতর সাড়ে বাইশ বিঘার একটি বাড়ি দিয়েছিলেন। তখন এরশাদ খুব ভালো লোক ছিলেন বিএনপির কাছে। যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন, তখন তিনি খারাপ হয়ে যান। তাদের (বিএনপি) কথা জনগণ বিশ্বাস করবে না।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় এবং এতিমখানার টাকা চুরি করায় জেলে আছেন। তাঁকে যদি জামিন দিতে হয়, এটা একমাত্র আদালতের এখতিয়ার। আদালত কী করবেন তা আদালতই ঠিক করবেন।

আখাউড়া রেলস্টেশনে এ সময় উপস্থিত ছিলেন আইনসচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দোলা খান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।