বান্দরবানে ঝরনায় প্রাণ গেল রাজধানী আইডিয়াল কলেজের ছাত্রের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বান্দরবানের শিক্ষা সফরে এসে ঝরনার পানিতে ডুবে আজ মঙ্গলবার এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকার রামপুরার রাজধানী আইডিয়াল কলেজের ওই ছাত্রের নাম তাহসান হোসেন (১৭)। তবে ওই ছাত্রের বাড়ি কোথায়, শিক্ষকেরা জানাতে পারেননি।

শিক্ষকেরা জানিয়েছেন, তাঁরা আজ সকালে ঢাকা থেকে ১৩০ জন ছাত্র-শিক্ষক শিক্ষা সফরে বান্দরবানে এসেছেন। বেলা আড়াইটার দিকে বান্দরবান-চট্টগ্রাম সড়কের পাশে রেইশা এলাকায় রুপালি ঝরনা নামের একটি ঝরনা দেখতে যান। সেখানে কোমরপানিতে গোসল করার সময় তাহসান হোসেন হঠাৎ ডুবে যায়। তাৎক্ষণিকভাবে তাকে তুলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রত্যুৎপল ত্রিপুরা প্রথম আলোকে বলেন, তাহসান হোসেন নামে ঢাকার ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এতে চিকিৎসকদের করার কোনো কিছু ছিল না।

রাজধানী আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেছেন, দুদিনের শিক্ষা সফরে তাঁদের বান্দরবান হয়ে কক্সবাজারে যাওয়ার কথা ছিল। হঠাৎ এক ছাত্রের মৃত্যুতে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত। তবে ছাত্রের পিতার নাম ও ঠিকানা তাঁদের জানা নেই। কলেজের কাগজপত্র ঘেঁটে খোঁজ নেওয়ার জন্য বলা হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, রূপালি ঝরনার পানিতে ডুবে এক কলেজছাত্র মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।