ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই নারীর নাম ফাতেমা খাতুন (৫০)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা নাজমুল হকের স্ত্রী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক এবিএম শামছুজ্জামান বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা খাতুন গত ৩ সেপ্টেম্বর সকালে এই হাসপাতালের ১১নম্বর ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ৭ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে এখানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৯ জন। ডেঙ্গুর চলতি প্রাদুর্ভাবের মধ্যে এখানে মারা যাওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা সাত।