গত দশকের উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশের প্রবৃদ্ধি সর্বোচ্চ: তথ্যমন্ত্রী

রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে রাঙ্গুনিয়া সমিতির ঢাকা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: তথ্য মন্ত্রণালয়ের সৌজন্যে
রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে রাঙ্গুনিয়া সমিতির ঢাকা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: তথ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘গত সাড়ে ১০ বছর ধরে পৃথিবীর সমস্ত উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি সবচেয়ে এগিয়ে। গত অর্থবছরে ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে আমরা আগের ৭ শতাংশের ঘর পেরিয়ে নতুন মাইলফলক অর্জন করেছি, যা এ অর্থবছরে আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।’

তথ্য মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে রাঙ্গুনিয়া সমিতির ঢাকা কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও উন্নয়নের দিক থেকে বাংলাদেশ অনেক আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। কিছুদিনের মধ্যে মানবিক, সামাজিক ও অর্থনৈতিক অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে যাবে। স্বল্পোন্নত দেশের কাতার থেকে আমরা আজ মধ্যম আয়ের কাতারে।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যে উন্নয়ন হয়েছে তার জন্য রাঙ্গুনিয়াবাসীর পক্ষে সমিতির সভাপতি ওবায়দুল কাদের এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকার রাঙ্গুনিয়া সমিতি সদস্যদের উপস্থিতিতে তথ্যমন্ত্রী সমিতির নতুন কার্যালয়ের ফলক উন্মোচন করেন ও দোয়ায় অংশ নেন।