স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

পাবনার ঈশ্বরদী উপজেলায় লাবণী খাতুন নামের এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী সাজু বিশ্বাসকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আজ বুধবার দুপুরে এ রায় দেন।

সাজু বিশ্বাস উপজেলার চররূপপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সামাদ খান প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার পর সাজুকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, লাবণী আক্তারকে স্বামী সাজু বিশ্বাস প্রায়ই যৌতুকের জন্য চাপ দিতেন। সেই সূত্র ধরে ২০০৭ সালের ২১ মে রাতে সাজু স্ত্রী লাবণীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও পিঠে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় লাবণীর বাবা মন্টু প্রামাণিক বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ১৭ জনের সাক্ষ্য নেন।