বিজয়োল্লাস করার সময় মাঠেই মৃত্যু

খেলা শুরুর আগে নিজ দলের অধিনায়ককে ব্যাচ পরিয়ে দেন কচুয়াই ইউনিয়ন ফুটবল টিমের ম্যানেজার এস এম এরশাদ (সাদা শার্ট পরিহিত)। পটিয়া, চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত
খেলা শুরুর আগে নিজ দলের অধিনায়ককে ব্যাচ পরিয়ে দেন কচুয়াই ইউনিয়ন ফুটবল টিমের ম্যানেজার এস এম এরশাদ (সাদা শার্ট পরিহিত)। পটিয়া, চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া উপজেলায় খেলার মাঠে বিজয়োল্লাস করতে গিয়ে একটি দলের টিম ম্যানেজারের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। বুধবার সকালে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচ শেষে এ ঘটনা ঘটে।

ওই টিম ম্যানেজারের নাম এস এম এরশাদ (৩২)। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়ন ফুটবল দলের ম্যানেজার ও কচুয়াই ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। কচুয়াই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইনজামামুল হকের চাচাতো ভাই এরশাদ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের পটিয়া উপজেলায় ইউনিয়নভিত্তিক খেলা চলছিল। কচুয়াই ইউনিয়ন পরিষদ বনাম দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে বিজয় নিশ্চিত হলে কচুয়াই ইউনিয়ন পরিষদ দলের টিম ম্যানেজার এস এম এরশাদ বিজয়োল্লাসে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।