বরিশালে ডেঙ্গু জ্বরে স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুরাইয়া (১৪) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়েটি।

সুরাইয়া বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাদল মুনশির মেয়ে। সে স্থানীয় হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।


হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত আটটার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সুরাইয়াকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।

এর আগে গতকাল বুধবার দুপুরে জিহাদ (১৪) নামে এক কিশোর ডেঙ্গুতে মারা যায়। জিহাদ বরিশালের মুলাদি উপজেলার দড়িচর-লক্ষ্মীপুর গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। এ নিয়ে বরিশাল বিভাগে জুলাই মাস থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে ১৩ রোগীর মৃত্যু হলো। এর মধ্যে আটজনের মৃত্যু হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

সুরাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. ইউনুস প্রথম আলোকে বলেন, সুরাইয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।