শিক্ষকদের শাসনই বদলে দিয়েছে তাঁদের জীবন

আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী। গতকাল কুমিল্লা ক্লাবে।  ছবি: প্রথম আলো
আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী। গতকাল কুমিল্লা ক্লাবে। ছবি: প্রথম আলো

কেউ দীর্ঘ ৭৫ বছর আগে প্রাথমিক বিদ্যালয়ের পাট চুকিয়েছেন। কেউবা ৩০ বছর আগে। পড়ন্ত ও পরিণত বয়সে এখন তাঁরা। এমনই এক সময় এসে সেসব প্রিয় শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাঁরা, যাঁদের শাসনই বদলে দিয়েছিল তাঁদের জীবনের গতিপথ। প্রিয় শিক্ষকদের নিয়ে মধুর স্মৃতির ঝাঁপি মেলে ধরেন তাঁরা। আর তা মুগ্ধ হয়ে শোনেন অন্যরা। 

শিক্ষকদের নিয়ে এমন স্মৃতিগাথার এক অসাধারণ সুধী সমাবেশ হয়েছে গতকাল বুধবার কুমিল্লায়। শরতের পড়ন্ত বিকেলে কুমিল্লা ক্লাব মিলনায়তনে আইপিডিসি-প্রথম আলোর উদ্যোগে ‘প্রিয় শিক্ষক সম্মাননা’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রথম আলো, কুমিল্লা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা। 

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই সুধী সমাবেশ। 

সমাবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী বলেন, ‘শিক্ষকের প্রতি আমাদের ভালোবাসা ও আবেগ কাজ করে। কিন্তু আজকাল শিক্ষক ও ছাত্রের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। এই সম্পর্ক জোরদার করতে হবে। শিক্ষকদের সম্মানে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রিয় শিক্ষকদের আরেকবার মনে করলাম। এটি ব্যতিক্রমী আয়োজন।’ 

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় গলদ রয়েছে। শিক্ষাব্যবস্থার কাঠামোর মধ্যে পরিবর্তন আনতে হবে। শিক্ষকতা অত্যন্ত সম্মানের পেশা। এই পেশায় আর্থিক দৈন্য আছে, টানাপোড়েন আছে। এসব জেনেই শিক্ষকতায় আসা উচিত। ত্যাগী শিক্ষকেরা কোনো না কোনো সময় মূল্যায়িত হবেন।’ 

কুমিল্লার সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক আমীর আলী চৌধুরী বলেন, ‘আমার বয়স ৮৫ ছুঁই ছুঁই। ব্রিটিশ আমল ও পাকিস্তান আমলে প্রাথমিক ও মাধ্যমিকের পাট চুকিয়েছি। আমার শিক্ষকেরা কেউ এখন জীবিত নেই। শ্রেণিকক্ষে তাঁদের ব্যতিক্রমধর্মী উপস্থাপনা ও পাঠদান পদ্ধতি ছিল অসাধারণ। প্রথম আলো শিক্ষকের পাশে আছে। শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষাব্যবস্থার অনিয়ম ও গলদ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে। এটা আমাদের সাহস জোগায়।’

অনুষ্ঠানে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গড়া রাজশাহীর পদ্মাপারের আলোর পাঠশালা নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে আইপিডিসির (জাগো উচ্ছ্বাসে) কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস ছালাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলনাশি মোহসেন, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন, শিল্প উদ্যোক্তা এ কে হাসান, আইপিডিসি কুমিল্লা শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আলী হোসেন চৌধুরী, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রত্নগর্ভা মা ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জোহরা আনিস প্রমুখ। 

আয়োজকেরা জানান, প্রিয় শিক্ষকের নাম প্রস্তাব করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। এ জন্য লগইন করতে হবে www.priyoshikkhok.com