বঙ্গোপসাগরে ডুবে গেল কয়লাবোঝাই জাহাজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার বঙ্গোপসাগরে কয়লাবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজটির ১০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

বন্দরের সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, হিরা পার্বত-৮ নামের ছোট জাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে ডুবে গেছে। পতেঙ্গা লাইট হাউস থেকে সাড়ে ১৫ নটিক্যাল মাইল দূরে সাগরে এ দুর্ঘটনা ঘটে।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, আয়োনিক স্পিরিট নামের একটি বড় জাহাজ থেকে কয়লা নিয়ে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটের দিকে ফিরছিল জাহাজটি। সাগরে থাকা অবস্থায় উত্তাল ঢেউয়ের মুখে পড়ে জাহাজটি ডুবে যায়।

লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, দুর্ঘটনার পরপরই তাঁরা নৌবাহিনীকে জানিয়েছেন। এর মধ্যে ১০ জন নাবিককে উদ্ধার করার খবর পেয়েছেন তাঁরা। তিনজন নাবিক নিখোঁজ। নৌবাহিনী জাহাজ নিয়ে সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।