হাওরের সৌন্দর্য

>কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাঙন কবলিত এলাকা ছাতিরচর গ্রাম। প্রতি বছরেই ভাঙনের শিকার হয় এলাকার বাসিন্দারা। ভাঙনের কবল থেকে রক্ষা পেতেই রোপণ করা হয়েছিল করস গাছ। সেই গাছকে ঘিরেই এখন প্রতিদিন দেশের দূরদূরান্ত থেকে হাজারো দর্শনার্থীরা ভিড় জমায়। এলাকাবাসীর দাবি, হাওরের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত এই গ্রামটির দুঃখ দুর্দশা লাঘবে সরকার এটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলেন।
হাওরে পানি আর পানি
হাওরে পানি আর পানি
করস গাছের বন
করস গাছের বন
দর্শনার্থীদের দল বেঁধে পানিতে নামা
দর্শনার্থীদের দল বেঁধে পানিতে নামা
নানান ভঙ্গিতে ছবি তোলা
নানান ভঙ্গিতে ছবি তোলা
দর্শনার্থীদের পানিতে নেমে আনন্দ
দর্শনার্থীদের পানিতে নেমে আনন্দ
পর্যটকে ভরপুর এলাকা
পর্যটকে ভরপুর এলাকা
প্রকৃতির কাছে আসা
প্রকৃতির কাছে আসা
দিনভর আনন্দ
দিনভর আনন্দ