ধলাই নদ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদ থেকে ডুবে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে লক্ষ্মী নারায়ণের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

লক্ষ্মী নারায়ণ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। গতকাল শুক্রবার বেলা দুইটায় হাত থেকে পড়ে যাওয়া দা তুলতে গিয়ে ধলাই নদের পানিতে ডুবে যায় লক্ষ্মী নারায়ণ।

ঘটনার পর এলাকাবাসী ধলাই নদের পানিতে নেমে লক্ষ্মী নারায়ণের লাশের সন্ধান পেলেও তা উদ্ধার করতে ব্যর্থ হয়। এরপর তারা কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সাহায্য চায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত চেষ্টা করেও লাশ উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে সিলেটের ডুবুরি দলের সাহায্য চাওয়া হয়। ডুবুরি দলটি গতকাল রাতে কমলগঞ্জে এলেও আজ শনিবার সকাল আটটায় কাজ শুরু করে। সকাল পৌনে নয়টায় নদের তলদেশে আটকা পড়া লক্ষ্মী নারায়ণের লাশ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে যাওয়া লক্ষ্মী নারায়ণের ছোট ভাই উজ্জ্বল মাদ্রাজি জানায়, দুই ভাই মিলে গতকাল শুক্রবার দুপুরে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ এলাকা থেকে কলমি ঘাস কাটছিল। বেলা দেড়টার দিকে লক্ষ্মী নারায়ণের হাত থেকে দা পড়ে যায় ধলাই নদের পানিতে। নদ থেকে দা তুলতে গিয়ে ক্রমে পানির নিচে ডুবে যায় সে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুষ্প কুমার কানু ডুবে যাওয়ার ২০ ঘণ্টা পর ছাত্রের লাশ উদ্ধারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।