সবুজ পাহাড়ে সোনালি ফসল

>

জুম চাষিদের মুখে হাসি ফুটেছে। ধান পেকে পাহাড় আলাদা রং ধারণ করেছে। সবুজ পাহাড়ে সোনালি ফসল ঘরে তোলার উৎসব শুরু হয়েছে। চড়ুই জাতের ধান কাটতে ব্যস্ত পাহাড়ি নারীরা। এক মৌসুমের জুম চাষিদের তোলা ধান দিয়ে আগত নতুন একটি বছর কেটে যায়। ফসল বিক্রি করে নানান স্বপ্ন পূরণ করেন জুম চাষিরা।

জুমে চড়ুই জাতের ধান
জুমে চড়ুই জাতের ধান
ধানখেতের শুকনা ডালে বসে আছে ঘুঘু
ধানখেতের শুকনা ডালে বসে আছে ঘুঘু
পাহাড়ে জুমের ধান পেকে হলুদ হয়ে আছে
পাহাড়ে জুমের ধান পেকে হলুদ হয়ে আছে
পাকা ধান কেটে পাহাড়ের নিচে নামছেন শ্রমিকেরা
পাকা ধান কেটে পাহাড়ের নিচে নামছেন শ্রমিকেরা
ধান কাটতে ব্যস্ত নারী শ্রমিকেরা
ধান কাটতে ব্যস্ত নারী শ্রমিকেরা
নতুন ফসল কাটার আনন্দ
নতুন ফসল কাটার আনন্দ
ধান ছাড়াও খেত থেকে ক্ষীরা তোলা হচ্ছে
ধান ছাড়াও খেত থেকে ক্ষীরা তোলা হচ্ছে
বাঁশ ও বেত দিয়ে খালুং তৈরি করছেন স্থানীয় শ্রমিক
বাঁশ ও বেত দিয়ে খালুং তৈরি করছেন স্থানীয় শ্রমিক
ধান তোলার জন্য বাজার থেকে ঝুড়ি কিনছেন ক্রেতারা
ধান তোলার জন্য বাজার থেকে ঝুড়ি কিনছেন ক্রেতারা