লাকসামে কিশোর গ্যাংয়ের ছয়জন গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার লাকসাম উপজেলার ষোলপুকুরিয়া নৈরপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয়জনকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব-১১। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে দুটি রামদা, তিনটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, পাঁচটি মুঠোফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, একদল ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে র‌্যাবের সদস্যরা ষোলপুকুরিয়া নৈরপাড় এলাকায় যান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করেন। র‌্যাব ছয়জনকে গ্রেপ্তার করে।

এই ছয়জন হলেন লাকসামের ষোলপুকুরিয়া গ্রামের শাহাদাত হোসেন (১৮) ও মেহেদী হাসান (১৮), নৈরপাড় গ্রামের মো. রুবেল (২২), ইয়াসিন হোসেন (১৯) ও মো. নাঈম (১৯) এবং চেংগারচড় গ্রামের সোহেল রানা (১৮)।

র‌্যাবের স্থানীয় ভারপ্রাপ্ত কমান্ডার প্রণব কুমার বলেন, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছেন। এই ঘটনায় লাকসাম থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।