রাজশাহীতে হচ্ছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল

রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: শহীদুল ইসলাম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরালের ফলক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এই ফলক উন্মোচন করেন।

রাজশাহী জেলা পরিষদের জমিতে ম্যুরালটি নির্মাণ করা হবে। রাজশাহী সিটি করপোরেশন প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু রাজশাহীতে যে ম্যুরাল তৈরি করা হবে, এটি হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ও সুন্দর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, সিটি করপোরেশন জেলা পরিষদের জমিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের জন্য প্রস্তাব দিলে তা গ্রহণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগেও রাজশাহীতে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরির কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, জেলা প্রশাসক হামিদুল হক ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের পার্ক ও বিনোদন স্পট ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি এবং নগরের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান।