মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

আদালত
আদালত

ঝিনাইদহে মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন। 
সাজা পাওয়া ব্যক্তির নাম আবদুল জব্বার (৫২)। তিনি কালীগঞ্জ উপজেলার বারফা গ্রামের বাসিন্দা। 
আদালতের পেশকার সুব্রত ঘোষ বলেন, রায়ের সময় আসামি আবদুল জব্বার আদালতে উপস্থিত ছিলেন। 
আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১ সেপ্টেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আবদুল জব্বার ও আবদুল জলিল নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করা হয়। ওই বছরেই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আজ আবদুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি আবদুল জলিল ইতিমধ্যে মারা গেছেন।