বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন, নেপথে৵ চাঁদাবাজি

লাশ
লাশ

চট্টগ্রামে বড় ভাইকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। শহরের চান্দগাঁও থানার পাঠানের গোদা এলাকায় আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. জিয়াদ (২০)। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

চান্দগাঁও থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণের বড় ভাই জাহিদ হোসেন এলাকায় কেব্‌ল নেটওয়ার্কের (ডিশ) ব্যবসা করেন। স্থানীয় কয়েকজন বখাটে কয়েক দিন আগে তাঁর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানান জাহিদ। রোববার সন্ধ্যায় ওই টাকার জন্য পাঠানের গোদা দরজিপাড়া এলাকায় পথ আটকে জাহিদকে মারধর শুরু করে বখাটেরা। খবর পেয়ে সেখানে ছুটে যান ছোট ভাই জিয়াদ। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় জিয়াদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহত তরুণের বড় ভাই জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় সন্ত্রাসী রাসেলসহ কয়েকজন চাঁদা না পেয়ে তাঁকে মারধর করে। ওই সময় জিয়াদ এলে তাঁকে ছুরিকাঘাত করে। জড়িত ব্যক্তিদের আসামি করে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, টাকা না পেয়ে বখাটেরা বড় ভাইকে মারতে গিয়ে ছোট ভাইকে ছুরিকাঘাত করে। চাঁদা দাবি করার বিষয়টি আগে পুলিশকে জানানো হয়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।