ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বড় ভাই আমির হোসেনকে (৫৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা আজ সোমবার এ রায় দেন।

আসামি আমির হোসেন বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার বাসিন্দা। নিহত তাসলিমা বেগম আমির হোসেনের ছোট ভাই মনির হোসেনের স্ত্রী।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত তাসলিমা বেগমের স্বামী মনির হোসেন, ছেলে রাকিব হোসেন, দুই মেয়ে মেহেরুন নেছা ও মারজান। তাঁরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় যেন দ্রুত কার্যকর হয়।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি সালাউদ্দিন সুইট প্রথম আলোকে জানান, ২০১৪ সালে বন্দরের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার আমির হোসেন ও তাঁর স্ত্রী বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে টাকা লোন নেন। লোনের টাকা শোধ না করে তাঁরা গা ঢাকা দেন। একদিন এনজিওর কর্মকর্তারা আমির হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। সে সময় আমির হোসেন সন্দেহ করেন, তাঁকে ধরিয়ে দেওয়া হয়েছে। আর এ কাজ করেছেন তাঁর ছোট ভাইয়ের স্ত্রী (নিহত) তাসলিমা বেগম। এরই ধারাবাহিকতায় আমির হোসেন পরিকল্পনা করে তাসলিমাকে হত্যা করেন। এ ঘটনায় মনির হোসেন বড় ভাই আমির হোসেনকে প্রধান আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় মোট ২১ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়।