জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার দমদমা মহল্লায় নির্মাণাধীন তিনতলা একটি বাড়ির ছাদে রডের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আলম হোসেন (৪০)। তিনি পাঁচবিবি উপজেলার বরণ গ্রামের বাসিন্দা।

নির্মাণশ্রমিক রাহাদুল ইসলাম বলেন, কলেজশিক্ষক সোলায়মান আলীর বাসার তিনতলায় কাজ চলছিল। আলমসহ তাঁরা চারজন রডের কাজ করছিলেন। বাসার ছাদের কাছাকাছি বৈদ্যুতিক তার ছিল। আলম একটি লম্বা রড জোড়া দেওয়ার কাজ করছিলেন। হঠাৎ ওই রড বৈদ্যুতিক তারে গিয়ে লাগলে আলম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর শরীরের হাঁটু থেকে কোমর পর্যন্ত পুড়ে যায়। পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আলমকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক গোলাম রব্বানী বলেন, হাসপাতালে আনার আগেই আলম মারা যান।