দেশি কারখানায় বিদেশি নকল ওষুধ

>

র‍্যাব-২ ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটি দল আজ মঙ্গলবার রাজধানীর হাতিরপুলের একটি নকল পণ্য তৈরির কারখানা ও গুদামে অভিযান চালিয়েছে। নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে নকল ওষুধ ও প্রসাধনসামগ্রী তৈরি করে বিদেশি বলে বাজারজাত করে আসছিল সিলভান ট্রেডিং কোম্পানি। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করেন এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে দুই বছরের কারাদণ্ড দেন। প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের নকল পণ্য জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

প্রতিষ্ঠানের গুদামে মজুত করে রাখা হয়েছে নকল ওষুধ ও প্রসাধনী
প্রতিষ্ঠানের গুদামে মজুত করে রাখা হয়েছে নকল ওষুধ ও প্রসাধনী
সিলভান ট্রেডিং কোম্পানি এমন চোখধাঁধানো মোড়কে নানা ধরনের প্রসাধনসামগ্রী ও ওষুধ বাজারজাত করে
সিলভান ট্রেডিং কোম্পানি এমন চোখধাঁধানো মোড়কে নানা ধরনের প্রসাধনসামগ্রী ও ওষুধ বাজারজাত করে
মোড়কে লেখা শ্যাম্পুটি তুরস্কের। কিন্তু আসলে এটি হাতিরপুলের কারখানায় তৈরি
মোড়কে লেখা শ্যাম্পুটি তুরস্কের। কিন্তু আসলে এটি হাতিরপুলের কারখানায় তৈরি
নকল ওষুধ ও প্রসাধনী পরীক্ষা করছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা
নকল ওষুধ ও প্রসাধনী পরীক্ষা করছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা
সিলভান ট্রেডিং কোম্পানি নকল সাবানও বাজারজাত করে
সিলভান ট্রেডিং কোম্পানি নকল সাবানও বাজারজাত করে
বিদেশি কোম্পানির আদলে সিলভান ট্রেডিং কোম্পানি তাদের পণ্যের মোড়ক তৈরি করে
বিদেশি কোম্পানির আদলে সিলভান ট্রেডিং কোম্পানি তাদের পণ্যের মোড়ক তৈরি করে
পণ্যগুলো ধ্বংস করার জন্য জব্দ করা হয়
পণ্যগুলো ধ্বংস করার জন্য জব্দ করা হয়