সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় মাদ্রাসা থেকে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মাদ্রাসার টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসাছাত্রের নাম আবু তালেব (১২)। উপজেলার আটি এলাকার সুলতানিয়া তাউফিযুল পুরান মাদ্রাসার হেফজখানার ছাত্র ছিল সে।

মাদ্রাসার প্রধান শিক্ষক নোমান আহমেদ জানান, আজ বিকেলে মাদ্রাসার টয়লেটে ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখা যায় আবু তালেবকে। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, যেহেতু ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে, তার মানে সে আত্মহত্যা করেছে।

তবে নিহত মাদ্রাসাছাত্রের নানি মোসলেমা বেগম বলেছেন, ‘আমার নাতিকে মেরে টয়লেটে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এর বিচার চাই।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিত রায় প্রথম আলোকে বলেন, ছেলেটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক প্রথম আলোকে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ওই ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুরো বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।