মাছের খোঁজে জালে টান

>

হাওরাঞ্চলের আকাশে মেঘ দখল নেয় যখন-তখন। কখনো ঝিরিঝিরি, কখনো ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে। বর্ষা থেকে শরৎকালে সিলেটের প্রকৃতিতে পাওয়া যায় এমন পরিবেশ। খাল-বিল-হাওর-জলাশয়ের পানিতে মাছের আধিক্য থাকে। এ সময় জাল হাতে মাছ ধরতে নেমে পড়েন ছোট-বড় সবাই। আর এটা হাওর-অধ্যুষিত এলাকার চিরায়ত দৃশ্য। ছবিগুলো সিলেট শহরতলির বাইশটিলা ও দক্ষিণ সুরমার দোবাগীর হাওর থেকে তোলা।

জাল ফেলার প্রস্তুতি
জাল ফেলার প্রস্তুতি
খালের পানিতে মাছ শিকারির প্রতিবিম্ব
খালের পানিতে মাছ শিকারির প্রতিবিম্ব
বেশ কিছু সময় পর জাল টানছেন এক মৎস্যশিকারি
বেশ কিছু সময় পর জাল টানছেন এক মৎস্যশিকারি
খালের মুখে জাল ফেলা
খালের মুখে জাল ফেলা
জাল টানছেন জেলে
জাল টানছেন জেলে
মাছ ধরা শেষে জাল ঝেড়ে নেওয়া
মাছ ধরা শেষে জাল ঝেড়ে নেওয়া
এবার জাল থেকে মাছ ছাড়ানো
এবার জাল থেকে মাছ ছাড়ানো
জাল থেকে মাছ সংগ্রহ করছেন এক জেলে
জাল থেকে মাছ সংগ্রহ করছেন এক জেলে
মাছ ধরা শেষে ঘরে ফেরা
মাছ ধরা শেষে ঘরে ফেরা