জামালপুরে আ.লীগ নেতাসহ তিনজনের ৬ মাসের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় মদের আসর থেকে আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। মঙ্গলবার রাতে উপজেলার কেন্দুয়া বাজারে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা (৪৫), কেন্দুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ফখরুল আলম (৫০) ও একই ইউনিয়ন যুবলীগের সদস্য আমিনুল ইসলাম (৩২)। তাঁরা সবাই কেন্দুয়া বাজার এলাকার বাসিন্দা।

জামালপুর র‌্যাব-১৪–এর কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে র‌্যাবের একটি দল কেন্দুয়া বাজারে তারকা সংঘ নামের একটি ক্লাবে অভিযান চালায়। এ সময় মদের আসর থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং মদ পানের সরঞ্জাম জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে ওই ক্লাবে মদের আসর বসানোসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ চলত বলে অভিযোগ রয়েছে।

জামালপুর র‌্যাব-১৪–এর কোম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, মদের আসরসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপের অভিযোগে তারকা সংঘ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে মঙ্গলবার রাতেই তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।