মাগুরায় যুবকের লাশ উদ্ধার, বাবার মামলা

মাগুরা সদর উপজেলায় রানা বিশ্বাস (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের নিহত যুবকের বাবা। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার সাচানি গ্রামের একটি মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রানার বাবা ফুল মিয়া বিশ্বাস রাতেই মাগুরা সদর থানায় মামলাটি করেন।

ফুল মিয়া বিশ্বাসের বাড়ি পাশের ঝিনাইদহ জেলার হাট গোপালপুর গ্রামে।

মামলার এজাহারে বলা হয়, নিহত রানা পেশায় একজন ইজিবাইকচালক ছিলেন। ১৫ সেপ্টেম্বর তিনি ইজিবাইকটি ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন। এই টাকা তাঁর কাছেই ছিল। গত মঙ্গলবার দুপুরে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফেরেননি। পরদিন সকালে লোক মারফত ছেলের মৃত্যুর খবর পান বাবা। অজ্ঞাত ব্যক্তিরা রানাকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা তাঁর বাবার।

মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানিয়েছেন, রানার বাড়ি ঝিনাইদহ জেলায় হলেও লাশটি পাওয়া গেছে মাগুরা জেলার সীমানায়, যেটি তাঁদের বাড়ি থেকে মাত্র কয়েক শ গজ দূরের একটি নির্জন জায়গা। কে বা কারা তাঁকে হত্যা করে ফেলে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে ধারণা করা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইতিমধ্যে তাঁর মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্তে নেমেছে বলে জানান সাইফুল ইসলাম।