সড়কে প্রাণ গেল গৃহবধূর, আহত স্বামী ও ছেলে

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সানজিদা বেগম (৩৮) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী ও শিশু সন্তান আহত হয়েছেন।

টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়ার মারিশবনিয়া এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা মোহাম্মদ জাকেরের স্ত্রী। মোহাম্মদ জাকের (৪৫) ও শিশুসন্তান মো. শোয়েইব (১) আহত হয়েছে। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, মুখোমুখি সংঘর্ষের কারণে একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কুমার দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগে সানজিদা নামের একজন নারীর মৃত্যু হয়েছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস প্রথম আলোকে বলেন, ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।