রাজধানীতে সাবেক যুগ্ম সচিবের অস্বাভাবিক মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর রমনায় বৃহস্পতিবার রাতে মশিউর রহমান (৭৩) নামে এক সাবেক যুগ্ম সচিবের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মশিউর রহমান একজন মুক্তিযোদ্ধা। তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রমনা থানার পুলিশ জানায়, মশিউর রহমান সপরিবারে রমনার সিদ্ধেশ্বরী লেনের একটি বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাতে স্বজনেরা ওই বাসা থেকে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত ১১টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্বজনদের দাবি মশিউর রহমান সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে তাঁকে সিলিং ফ্যান থেকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। মশিউর রহমানের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার রাজাপুরে।