যুবলীগ নেতা শামীম আটক

নিজ কার্যালয় থেকে যুবলীগের নেতা জি কে শামীমকে (বাঁয়ে) আটক করেছে র‍্যাব। ছবি: সাজিদ হোসেন
নিজ কার্যালয় থেকে যুবলীগের নেতা জি কে শামীমকে (বাঁয়ে) আটক করেছে র‍্যাব। ছবি: সাজিদ হোসেন

নিজ কার্যালয় থেকে যুবলীগের নেতা জি কে শামীমকে আটক করেছে র‍্যাব। আজ শুক্রবার দুপুরে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর নিকেতনে যুবলীগের নেতা জি কে শামীমের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসার অফিসে অভিযান চালায় র‍্যাব। চারতলা ওই বাসায় শামীমের কোম্পানির নাম জি কে বি কোম্পানি প্রাইভেট লিমিটেড। এর আগে নিকেতন এলাকায় জি কে শামীমের আরেকটি বাসা থেকে তাঁকে ডেকে আনা হয়। পরে তাঁকে আটক করেই অভিযান চালায় র‍্যাব।

র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) লে কর্নেল সারোয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, যুবলীগের সমবায়বিষয়ক সম্পাদক জি কে শামীমসহ আটজনকে আটক করা হয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শামীমকে আটক করা হয়েছে।

শামীমের অফিসের কর্মচারীদের দাবি, শামীম ছাড়া যে সাতজনকে আটক করা হয়েছে তাঁরা দেহরক্ষী।

এদিকে যুবলীগের এক নেতা প্রথম আলোকে বলেছেন, শামীমের যুবলীগে কোনো পদ আছেন বলে তাঁর জানা নেই।

আরও পড়ুন: