'পৃথিবী বলছে আমাকে বাঁচাও'

>রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত স্কুল-কলেজের শিক্ষার্থীদের সমাবেশে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচানোর আহ্বান জানানো হয়েছে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্বনেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আজ শুক্রবার সকালে এই সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে সেভ দ্য চিলড্রেন এবং গ্রিন বেভার অ্যাসোসিয়েশন। পরিবেশ রক্ষার পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শত শত শিক্ষার্থী অংশ নেয় এই সমাবেশে। সুইডেনের জলবায়ু কর্মী ১৬ বছর বয়সী গ্রিটা টুনবার্গের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই আয়োজন বলে জানিয়েছে আয়োজকেরা।
প্ল্যাকার্ড হাতে জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা।
প্ল্যাকার্ড হাতে জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা।
প্ল্যাকার্ডে আমাজনে আগুনের ঘটনার উল্লেখ।
প্ল্যাকার্ডে আমাজনে আগুনের ঘটনার উল্লেখ।
প্ল্যাকার্ডে ছিল নানা স্লোগান।
প্ল্যাকার্ডে ছিল নানা স্লোগান।
পরিবেশ ধ্বংস ফুটিয়ে তোলা হয় মূকাভিনয়ে।
পরিবেশ ধ্বংস ফুটিয়ে তোলা হয় মূকাভিনয়ে।
পৃথিবীর মৃত্যু দেখার জন্য রাখা প্রতীকী বায়োস্কোপ।
পৃথিবীর মৃত্যু দেখার জন্য রাখা প্রতীকী বায়োস্কোপ।
পৃথিবী যেন বলছে ‘আমাকে বাঁচাও, আমি মরতে বসেছি’।
পৃথিবী যেন বলছে ‘আমাকে বাঁচাও, আমি মরতে বসেছি’।