গাছের নিচে আশ্রয়, বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

বজ্রপাত
বজ্রপাত

বৃষ্টির মধ্যে গাছের নিজে আশ্রয় নেওয়ার পর বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বরগুনার আমতলী উপজেলার ডালাচারা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই দুই ভাই হলেন সোবাহান খান (৩৫) ও ইউসুফ খান (৩০)। গুলিশাখালী ইউনিয়নের মৃত ইউনুস আলী খানের ছেলে তাঁরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে দুই ভাই একসঙ্গে স্থানীয় খেকুয়ানি বাজারে যান। বাজার শেষে বেলা তিনটার দিকে বাড়িতে ফিরছিলেন তাঁরা। এরই মধ্যে বৃষ্টি শুরু হলে দুই ভাই ডালাচারা গ্রামের একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে দুজনের শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন দুই ভাইয়ের লাশ উদ্ধার করে গ্রামের বাড়ি গুলিশাখালীতে নিয়ে যান।

নিহত সোবাহান ও ইউসুফের বড় ভাই হারুন খান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সব শেষ হয়ে গেছে। কীভাবে আমার দুই ভাইয়ের পরিবার চলবে। আমার আর কিছুই রইল না।’

গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকা স্তব্ধ হয়ে গেছে। দুটি পরিবারই পথে বসে গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছেন জানিয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, ওই দুই ভাইয়ের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।