আত্মীয়বাড়ি বেড়াতে এসে গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনায় আত্মীয়বাড়ি বেড়াতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার এ ঘটনায় আজ শনিবার বিকেলে নেত্রকোনা মডেল থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন মো. সালমান হোসেন (২১), মো. আকাশ মিয়া (২০) ও মো. রফিকুল ইসলাম (২২)। গতকাল শুক্রবার রাতে নেত্রকোনা মডেল থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ওই গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই দিন রাত ১২টার দিকে গ্রামের সাত থেকে আটজন যুবক ওই বাড়িতে হাজির হন। যুবকেরা ঘরে ঢুকে ওই গৃহবধূকে তুলে পাশের একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন আহত গৃহবধূকে উদ্ধার করেন। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম খান বলেন, ওই গৃহবধূ বাদী হয়ে আজ বিকেলে মামলা করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের কারাগারে পাঠানো হবে। তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম গোপন রাখা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) একরামুল হাসান বলেন, ধর্ষণের শিকার নারীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখন শঙ্কামুক্ত।